আপনি জানেন কি ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো কোন ব্যাপার নয়! আসুন আমরা জেনে নেই কিভাবে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে হবে। অনেকেই হয়তো বা জানে না যে ইউটিউবের সাবস্ক্রাইবার এক হাজার পূরণ করতে গেলে অনেক সময় সাপেক্ষেের ব্যাপার। কারো হয়তো বা একদিনই হয়ে যেতে পারে তবে যদি সে ভাইরাল কোন কনটেন্ট বা ভিডিও ছাড়ে তাহলে অবশ্যই খুব স্বল্প সময়ের মধ্যেই তার সাবস্ক্রাইবার বেড়ে যায় এটা আমরা সবাই জানি। আবার অনেকের দেখা যায় ওয়াচ টাইম পূরণ হয়েছে অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সে পূরণ করে ফেলেছে কিন্তু তার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না তাদের জন্য আজকের জন্য একটি জাঁকজমক ব্লগ পোস্ট হতে চলেছে।
- আমি যে মেথরটি দেখাবো এটি বলতে পারেন ব্ল্যাকহেড মেথড। কারণ এটি আসলে রিয়াল সাবস্ক্রাইবার হবে না। তবে সাবস্ক্রাইবার আপনার একাউন্টে অবশ্যই কাউন্ট হবে এতে কোন সন্দেহ নেই এবং লাইফ টাইম আপনার সাবস্ক্রাইবার থেকেও যাবে। তবে সাবস্ক্রাইবার গুলো রিয়েল পার্সন হবে না।
- আর হ্যাঁ এভাবে কিন্তু আপনি আনলিমিটেড সাবস্ক্রাইবার বেড়ে নিতে পারবেন যত খুশি ততবার। আপনি চাইলে সাবস্ক্রাইবার বেড়ে নিবেন এর জন্য প্রয়োজন হবে না কোন গুগল একাউন্ট বা জিমেইল কাউন্ট তৈরি করার। তাহলে বুঝুন আজকের পোস্টটি কতটা ইন্টারেস্টিং। এর জন্য আপনাকে প্রথমেই নিচের দেওয়া লিংকে ভিজিট করতে হবে।
10
- আপনি সাইন ইন অথবা জয়েন দেখতে পারবেন।
- গুগলের সেইখানে থেকে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইন করার পর স্টার্ট ল্যাব দেখতে পাবেন।
- সেখানে ক্লিক দিবেন এরপর ক্যাপচার আসবে ক্যাপচার ভেরিফিকেশন করবেন।
- তারপর দেখতে পাবেন ওপেন গুগল ক্লাউড কনসোল চলে আসবে।
- সেখানে আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
- সেখান থেকে অবশ্যই আপনি ওপেন গুগল ক্লাউড এটাকে ব্রাউজারের একটি ট্যাবে ওপেন করাবেন।
- সেখানে মেইল এবং পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন।
- তারপর আপনি গুগলে গিয়ে ইউটিউব সার্চ করবেন।
- সেখানে গিয়ে ইউটিউবে প্রবেশ করার পর চ্যানেল ক্রিয়েট এর একটি অপশন দেখতে পাবেন।
- সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটি ক্রিয়েট করে ফেলবেন ।
- অবশ্যই আপনি চাইলে সেখানে পিকচার সেট করে দিতে পারেন।
- তারপর অবশ্যই আপনি যেই চ্যানেলে সাবস্ক্রাইব করতে চান সেই চ্যানেলটি খুঁজে বের করুন সার্চ বার এ গিয়ে।
- সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখবেন আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব হয়ে গেছে।
আর যদি আপনি সম্পূর্ণভাবে এই কাজটি না করতে পারেন তাহলে অবশ্যই নিচে দেওয়া ভিডিওটি ভালোভাবে দেখুন।